পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন -২০২৩ সম্পর্ন হয়েছে। গতকাল ১০ জুলাই সোমবার ৮ নং ওয়ার্ডের উক্ত সম্মেলনে। এর আগে সম্মেলনের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, নান্টুকে সভাপতি ও বায়েজিদকে সাঃ সম্পাদক করে নতুন কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি -সম্পাদকের সিদ্ধান্তে নতুন ঘোষিত কমিটি বাতিল করে সাবেক কমিটি পুনঃবহাল করেন।
এ ব্যাপারে রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাঃ সম্পাদক এর সিদ্ধান্তই চুড়ান্ত। রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বর্তমান সচল কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার কোন সুযোগ নেই। কমিটির কোন নেতা অক্ষম, বিদেশ চলে গেলে বা মারা গেলে শূন্য পদ গুলো পূরন করে সংস্কার করা যেতে পারে। যেহেতু বর্তমান কমিটি সচল, তাই কাউসার এবং আঃ মাবুদ কমিটিই বহাল।
এ ব্যাপারে বর্তমান ওয়ার্ড সভাপতি কাউসার পাটোয়ারী বলেন, দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Leave a Reply