পাকুন্দিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি;-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডঃ সোহরাব উদ্দিনের নেতৃত্বে শোকরেলী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাকুন্দিয়ার পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা থেকে হাজারো নেতা-কর্মীদের নিয়ে পায়ে হেঁটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব উদ্দিন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান,সেই সাথে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন, -কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্জিঃ তৌফিকুল হাসান সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক- মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক – শামছুদ্দোহা, যুগ্ম আহ্বায়ক – ফরিদ উদ্দিন। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক -একরাম হোসেন টিপু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক – ললিতা আক্তার বিথী। উপজেলা ছাত্রলীগের সভাপতি – নাজমুল আলম,সাধারণ সম্পাদক -তোফায়েল আহমেদ তুহিন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply