আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি:
নাজিরপুর উপজেলা বিএনপির শতাধিক নেতা-কর্মী আদালতে হাজির হয়েছেন। হাজিরা শেষে কোর্ট থেকে নেমে জেলা বিএনপির আহŸায়ক কমিটির সম্মানিত সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হিরুয়ার রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, যুবনেতা প্রফেসর রেজাউল করিম, যুবনেতা মিজানুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা ও ইউপি চেয়ারম্যান রাসেল শিকদার, বিএনপি নেতা লিয়াকত হোসেন রিপন ডাকুয়া সহ শতাধিক নেতা-কর্মী সংবাদকর্মীদের বলেন, আওয়ামী সরকার দলীয় লোকজন গত ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাধা প্রদান করে নাজিরপুর উপজেলা বিএনপি অফিস ভাংচুর সহ শতাধিক নেতা-কর্মীদের আহত করে আবার গায়েবী মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ বলেন, সরকার যতই হামলা, মামলা করুক না কেন, বিএনপি পিছু হটবে না, বিএনপি পিছু হটার দল নয়, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়ারউর রহমানের হাতে গড়া আদর্শের দল। তার চেতনাকে লালন করে আমরা নিশীরাতের ফ্যাসীষ্ট আওয়ামী সরকারের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রত্যেকটি ভোটারের শান্তিপূর্ণ ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।
Leave a Reply