1. admin@danikagonikontho.com : admin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর সমুদ্র থেকে পাইপ লাইনে তেল পরিবহন শুরু পিরোজপুর-৩ আসনে মোট ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র জমা পাকুন্দিয়ার চিলাকাড়া গ্রামের রাস্তার বেহাল দশা কিশোরগঞ্জের ৬ টি আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিরোজপুর -৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সকল প্রার্থী কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কিশোরগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ শত পিচ ইয়াবা সহ গ্রেফতার -৩ মঠবাড়িয়ায় নৌকার সমর্থকদের আনন্দ মিছিল চট্টগ্রাম -১১ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিলেন আওয়ামিলীগ নেতারা আমি সম্ভাবনাময় প্রার্থী,- এ্যাডঃ সোহরাব উদ্দিন,সাবেক সংসদ সদস্য,কিশোরগঞ্জ-২

অনিয়মের অভিযোগে নাজিরপুরের এ্যাসিল্যান্ড সাময়িক বরখাস্ত

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত

আকরাম আলী ডাকুয়া; নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি;-

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সহকারি ভ‚মি কমিশনার এর দপ্তরে জুলাই মাসের বৈঠকে তহসিলদারদের জমির নামজারিতে ও ডিসিআর এ কত ঘুষ নেওয়া হবে তা নির্ধারন করে দেন এ্যসিল্যান্ড। এছাড়াও এ্যাসিল্যান্ড ও এক তহসিলদারের সাথে মোবাইলের কল রেকর্ড সোসাল মিডিয়ায় ছড়িয়ে পরে এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশিত হলে জেলা-উপজেলা প্রশাসনের মধ্যে ব্যপক উদ্বেগ সৃষ্টি হয়। এ নিয়ে উপজেলা সহকারি ভ‚মি কমিশনার মাসুদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহকারি সচিব হিসেবে বদলী করে নেন এবং পরবর্তীতে সাময়িক বরখাস্তের আদেশ দেন বলে জানা যায়। একই জেরে নাজিরপুর উপজেলার ৪ ইউনিয়নের তহশিলদার ১। জনাব পরিমল কুমার দে (শ্রীরামকাঠী ইউনিয়ন) কে পচাকোড়ালিয়া ইউনিয়ন, আমতলী, বড়গুণা, ২। মোঃ সুজন (মাটিভাঙ্গা ইউনিয়ন) কে আলিমবাদ ইউনিয়ন, ভ‚মি অফিস, মেহেন্দীগঞ্জ, বরিশাল, ৩। শ. ম. শাহজাহান কবির (নাজিরপুর সদর ইউনিয়ন) কে সোনাপুর ইউনিয়ন, তজিমুদ্দিন, ভোলা, ৪। মোঃ হাসান হাওলাদার (সেখমাটিয়া ইউনিয়ন) কে ধুলখোলা ইউনিয়ন, হিজলা, বরিশাল দের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব (রাজস্ব) এর স্বাক্ষরকতৃ বদলীল আদেশ প্রকাশিত হয়। শ. ম. শাহজাহান কবির (নাজিরপুর সদর ইউনিয়ন) এর বিরুদ্ধে স্থানীয় অসংখ্য ঘুষ লেনদেনের অভিযোগ থাকলেও অদৃশ্য শক্তির প্রভাবে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে বলে জানা যায়। উক্ত তহসিলদার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া, হোগলাবুনিয়া গ্রামের চৌকিদার জলিল শেখ এর পুত্র। কয়েক বছর চাকুরীর সুবাধে ঘুষ-দূর্ণীতির টাকায় ভাইজোড়া গ্রামে আলিশান বাড়ীও সম্পন্ন করেছেন। কেউ প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পায়নি বলে ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানায়। ২০০ টাকার দাখিলা ৫,০০০/- টাকা, ২৯০০০/- টাকা নিয়ে ১৯০০/- টাকার দাখিলা রশিদ প্রদান করা ছাড়াও ১০০০০/- টাকা নিয়ে ৫০০/- টাকার দাখিলা রাশিদ প্রদান করার মত অহরহ দূর্ণীতির অভিযোগ রয়েছে। পরিমল কুমার দে এবং শ.ম. শাহজাহান কবির চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। এলাকাবাসী বদলীর সংবাদে স্বস্থির নি:স্বাস নিচ্ছেন বলে এলাকার একাধিক সূত্র এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। উপজেলা সহকারি ভ‚মি কমিশনার কার্যালয় ও ইউনিয়ন ভ‚মি অফিস ঘুষ- দূর্ণীতির আকড়ায় পরিনত করেছিলেন এই তহশিলদারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2021 Dainik Agoni Kontho
Theme Customized By Theme Park BD