,কিশোরগঞ্জ প্রতিনিধি;-
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে রয়েছেন সাবেক সংসদ সদস্য – এডভোকেট সোহরাব উদ্দিন ।
বিগত সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন এবং সাধারণ মানুষের সাথে সু-সম্পর্ক থাকার কারনে বর্তমানে কটিয়াদি – পাকুন্দিয়া সংসদীয় আসনে সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তি এ্যাডঃ মোঃ সোহরাব উদ্দিন।
এছাড়াও তিনি বর্তমানে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ক্লিন ইমেজ ও জনবান্ধন নেতা হিসেবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তার সুনাম রয়েছে।
জনপ্রিয়তায় এলাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী মেজর আক্তারুজ্জামান রঞ্জন।
আগামী সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে হলে আওয়ামিলীগ ও বিএনপির এই দুই প্রার্থীই প্রতিদ্বন্দ্বী হবেন এমনটাই আলোচনায় রয়েছে। সরেজমিনে ঘুরে জনসাধারণের দেয়া তথ্য মতে জানা যায় – বিএনপি নির্বাচনে আসলে কিশোরগঞ্জ-২ আসনটি আওয়ামীলীগের ধরে রাখতে হলে এ্যাডঃ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দিতে হবে।
কিশোরগঞ্জ – আসনের সাধারণ জনগণ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায় তৃণমূলের আস্থাভাজন এ্যাডঃ সোহরাব উদ্দিন কে যদি নৌকার মাঝি হিসেবে নেত্রী মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির নেতাদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন কোন তৎপরতা দেখা যায়নি এই এলাকায়,।তবে- স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক পরিবেশের উপর বিশ্লেষণ করে ধারণা করছেন কিশোরগঞ্জের ৬ টি আসনের মধ্যো এই আসনটি অনেকটাই ব্যতিক্রম, রাজনৈতিক পরিবেশও ভিন্ন , তাই- আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন দলের একাধিক প্রার্থী অংশগ্রহণ করবেন বলেও ধারনা করছেন অনেকে।
Leave a Reply