পঙ্কজ মিত্র,মঠবাড়িয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ার কাটাখাল নামক স্থানের সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশের জন্য কিছু প্রোগ্রাম আয়োজন করেছে। হাতেখড়ি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে ১৮১ নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করেন।সংগঠনটি পূজা উপলক্ষে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য শিশুতোষ বই , মগ ও অন্যান্য উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন। তাতে মানবিক পুলিশ দোলন ও মানবিক পাঠশালা সহযোগিতা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কীর্তন এসোসিয়েশনের সভাপতি অবনী মোহন, বড়মাছুয়া ইউনিয়ন ইউপি সদস্য বিধান সমাদ্দার (০১) নং ওয়ার্ড,খেজুরবাড়িয়া, ১৮১ নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ইমরান হোসেন, সহ-সভাপতি আবিদ হাসান,কোষাধক্ষ্য আব্দুল্লাহ আল অভি, শেখর হালদার,জিয়া প্রমুখ।
শিক্ষার্থী অদিতি বেপারী (১৩) বলেন,দুর্গোৎসবে এসে উপহার পেয়ে সত্যি ভালো লাগছে। তারা অনেকদিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য কাজ করেন। রাতুল মিত্র(১২) বলেন,আজ আমরা বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করে এই উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। শিশুদের বই ও মগ উপহার পেয়ে পূজার আনন্দটা বেড়ে গেল।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।নিজস্ব সংস্কৃতি বিকাশ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন সুযোগ সৃষ্টি করাসহ দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
Leave a Reply